ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

স্পেনিশ প্রধানমন্ত্রী পদচ্যুত   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৮, ১ জুন ২০১৮

Ekushey Television Ltd.

সংসদে অনাস্থা ভোটে হেরে স্পেনিশ প্রধানমন্ত্রী ম্যারিয়ানো রাখয় পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। শুক্রবারের ভোটে হারার পর তিনি পদত্যাগ করেন। রাজয় হলেন আধুনিক স্প্যানিশ ইতিহাসের একজন প্রধানমন্ত্রী যিনি এই প্রথম অনস্থা ভোটে পরাজিত হয়েছেন।       

প্রধানমন্ত্রী রাখয়ের দল পিপলস পার্টির (পিপি) বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকায় প্রধানমন্ত্রী রাখয়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন স্পেনিশ স্যোশালিস্ট ওয়ার্কার্স পার্টির (পিএসওই) নেতা পেদ্রো সানচেজ।

তার স্থলাভিষিক্ত হবেন সমাজবাদী নেতা পেদ্রো সানচেজ। স্থানীয় সময় শুক্রবার ভোটের আগে সানচেজ বলেন, আমরা আমাদের দেশে গণতন্ত্রের ইতিহাসে একটি নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছি।

রক্ষণশীল পিপলস পার্টি নেতা রাখয় ২০১১ সাল থেকে স্পেনের প্রধানমন্ত্রী ছিলেন। ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ভোট দেন ১৮০ জন এমপি, বিপক্ষে পড়ে ১৬৯ ভোট এবং একজন ভোটদানে বিরত ছিলেন।   

সূত্র: বিবিসি

এমএইচ/এসি    

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি